উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম সীমান্তের তুমব্রু বিজিবি'র সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। এছাড়া ১৭ বিজিবি’র সদস্যরা কক্সবাজার হলিডে মোড়ে এক বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার ৯৭ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে। আটককৃত ইয়াবা পাচারকারী চট্টগ্রামের রাউজান থানার হারুন অর রশিদের ছেলে মো. ফারুক অর রশিদ জুয়েল(২৪)।
কক্সবাজার ১৭বিজিবি’র উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে এসব ইয়াবা ও মদগুলো আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লক্ষাধিক টাকা বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ