মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ৬ ডিসেম্বর রবিবার শেরপুরের শ্রীবরদী ও নকলা পৌরসভায় মেয়র পদে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন- শ্রীবরদী পৌরসভায় আলমগীর হোসেন, শহীদুল্লাহ শাহী ও মুক্তিযোদ্ধা ডা. ওয়ালিউজ্জামান আশরাফি লতা। দলীয় প্রার্থীর প্রত্যয়নপত্র না থাকা কিংবা স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ১০০ ভোটারের সমর্থনসূচক প্রমাণপত্র সংযুক্ত না থাকায় তাদের মনোনয়পত্র বাতিল করা হয়েছে।
অপরদিকে, নকলা পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন আনারের আয়কর রিটার্ন দাখিলের টিআইএন সনদপত্র না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক আকন্দ ও আমির উদ্দিনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য দাখিল করা ১০০ ভোটারের সমর্থনসূচক প্রমানপত্র যাচাইকালে সত্যতা না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এদিন বাছাইয়ে শ্রীবরদী পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে ৪ নম্বর ওয়ার্ডে আব্দুল কাদেরের মনোনয়নপত্রে অসঙ্গতি ও টিআইএন না থাকায় এবং ৮ নম্বর ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন কমলের হলফনামায় অসম্পূর্ণ তথ্য ও আয়কর সনদ না থাকায় মনানয়নপত্র বাতিল হয়েছে। নকলা পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিলের মনোনয়নপত্র ঋণ খেলাপীর কারণে বাতিল হয়েছে বলে নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাকসুদ আলম জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ