বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামে এক যুবতীকে অপহরণের পর দুইদিন আটকে রেখে উপর্যুপরি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সিহাবউদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় সিহাবউদ্দিন তার সহযোগিদের নিয়ে উত্তর চাঁদশী গ্রামের এক যুবতীকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে। পরে একই উপজেলার ডুমুরিয়া গ্রামের একটি ঘরে দুইদিন আটকে রেখে ধর্ষণ করে সে।
গত ৫ ডিসেম্বর ভোরে ধর্ষিত যুবতী কৌশলে পালিয়ে এসে অভিযুক্ত সিহাবসহ দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন জানান, মামলা দায়েরের পর বানিয়াশুরি গ্রাম থেকে প্রধান আসামি সিহাবকে গ্রেফতার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর আসামিকে ধরার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ