কুমিল্লায় এক চিকিৎসকের বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিউলি আক্তার (১৭)। সে দেবিদ্বার উপজেলার বাঙ্গরা এলাকার শাহজাহানের মেয়ে।
রবিবার বিকালে নগরীর লাকসাম রোডস্থ মিডল্যান্ড হাসপাতালের পেছনে একটি বাসা থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।
কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দিন রাত ১০টার দিকে জানান, নগরীর লাকসাম রোডস্থ মিডল্যান্ড হাসপাতালের পেছনে একটি বাসায় জাকারিয়া মাহমুদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের এক চিকিৎসক থাকেন। বিকালে খবর পেয়ে ওই বাসায় গিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মী শিউলীর লাশ উদ্ধার করে পুলিশ।
লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৫/শরীফ