ফেনীতে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূকে (২৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ আটক করেছে তার স্বামী ও ভাশুরকে। অসুস্থ গৃহবধূকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে ফেনীর বিরিঞ্চি এলাকায়। সংঘবদ্ধ ধর্ষণে গৃহবধূর স্বামীসহ কয়েকজন অংশ নিয়েছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। এ ঘটনায় একটি মামলা দায়েরের কথা ছিল।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, 'মৌখিক অভিযোগ পেয়ে রবিবার রাত ১০টার দিকে গৃহবধূর স্বামী ও ভাশুরকে বিরিঞ্চি এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।'
ফুলগাজী উপজেলার ভাইস চেয়ারম্যান অনিল বণিক জানান, ঘটনার শিকার গৃহবধূ মুন্সিরহাট ইউনিয়নের এক দিনমজুরের মেয়ে। এই পরিবারের তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে তিনজন প্রতিবন্ধী।
ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পরপরই বিরিঞ্চি এলাকার বাড়ি থেকে সরে পড়েছেন অভিযুক্তসহ পরিবারের সদস্যরা। পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে রাতে দু'জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৫/শরীফ