চাঁপাইনবাবগঞ্জের ৪টি পৌরসভা নির্বাচনে ছাড় দিতে নারাজ জামায়াতের স্বতন্ত্র প্রার্থীরা। জামায়াত ২০দলীয় জোটে বিএনপির অন্যতম শরিক দল হলেও চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের ক্ষেত্রে বিএনপি প্রার্থীদের ছাড় না দেওয়ার ব্যাপারে তারা অনঢ়। জেলায় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা শেষ পর্যন্ত নির্বাচনে এককভাবে লড়ে যাবে বলে জামায়াতের একটি সূত্র জানিয়েছে।
সূত্রমতে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মেয়র পদে জেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম ও বিকল্প প্রার্থী সাবেক পৌর আমীর আব্দুস সবুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। নাচোল পৌরসভায় জামায়াতের পৌর আমীর ডা. রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। রহনুপুর পৌর সভায় পৌর আমীর মিজানুর রহমান (কারান্তরীণ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে শিবগঞ্জ পৌরসভায় জেলা জামায়াতের নায়েবে আমীর জাফর আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ৫ ও ৬ ডিসেম্বর বাছাইয়ে তাদের প্রার্থীতা টিকে রয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জামায়াতের অপর প্রার্থী আব্দুস সবুর তার মনোনয়নপত্র তুলে নেবেন বলে ওই সূত্রটি জানিয়েছে। সূত্রমতে, জামায়াত অধ্যুষিত চাঁপাইনবাবগঞ্জে সাঈদীর মামলার রায়ের পর নাশকতার অভিযোগে জামায়াত কোনঠাসা হয়ে পড়েছে। তাদের নেতা-কর্মীরা একাধিক মামলা মাথায় নিয়ে গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। পৌর নির্বাচনে মেয়র-কাউন্সিলর প্রার্থীরা রয়েছে লাপাত্তা। ফলে তাদের রাজনৈতিক অবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে। তাই দলীয় কর্মী-সমর্থকদের মনোবল ফিরিয়ে আনতে এই নির্বাচনে জামায়াত প্রার্থীরা কোন ছাড় না দিয়ে বিজয় ছিনিয়ে আনতে সর্বশক্তি নিয়োগ করবে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ