আজ সোমবার সকালে বগুড়া শহরের ২য় বাইপাস সড়কে পৃথক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একটি কোচ আটক করেছে পুলিশ। ২য় বাইপাস সড়কের মানিক চক ও শাখারিয়া যাওয়ার রাস্তায় সংঘটিত এ দুর্ঘটনায় ভ্যান চালক ও সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
বগুড়া সদর থানার ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্য টিএসআই সফিকুল ইসলাম জানান, আজ সোমবার সকাল ৮টা ১০ মিনিটে ২য় বাইপাস সড়কের মানিকচক এলাকায় ঢাকাগামী কোচের ধাক্কায় এক ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত ভ্যান চালক বগুড়া শহরের মানিক চক পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে মন্টু (৩০)। এছাড়া সকাল ৮টা ৪৫ মিনিটে একই রাস্তার ঘটনাস্থল থেকে ১ কি. মি. দূরত্বে শাখারিয়া যাওয়ার রাস্তায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী মারা যান। নিহত ব্যক্তি শাখারিয়া সরদারপাড়া গ্রামের মৃত খাদেম আলীর ছেলে জামিনুর রহমান (২৯)। নিহতদের লাশ তাদের স্বজনরা নিয়ে গেছেন বলে এসআই সফিকুল জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৫/শরীফ