পরশুরামের পর ফেনী সদর পৌরসভাও এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পাচ্ছে। এখানে একক প্রার্থী হিসেবে মেয়র পদে বিজয়ের পথে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র হাজী আলাউদ্দিন।
ফেনী সদর পৌর নির্বাচনে মেয়র পদে জাপা সমর্থিত প্রার্থী মো. ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় হাজী আলাউদ্দিনের সামনে আর কোন বাধাই রইলো না। এর আগে নির্বাচনী নানা শর্ত ভঙ্গ করায় বিএনপি সমর্থিত ফজলুল হক বকুল ও স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম মজুমদারের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
এদিকে ফেনীতে নির্বাচন হতে যাওয়া তিনটি পৌরসভার মধ্যে দু'টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হচ্ছে। পরশুরাম পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিন চৌধুরী সাজেল একক প্রার্থী হিসেবে জয়ের পথে আছেন। এখানে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুদের মনোনয়নপত্র জামানতের টাকা কম দেওয়া এবং সমর্থন ও প্রস্তাবকারীর সাক্ষর জালিয়াতির অভিযোগে বাতিল করা হয়।
শুধুমাত্র দাগনভুঁইঞা পৌরসভা এখনও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের দৌড়ে আছে।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ