চাঁপাইনবাবগঞ্জে এক কাউন্সলর প্রার্থীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ডাকাতরা নিয়ে গেছে, ২৬ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৬৫ হাজার টাকা।
ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাতনইল এলাকায়।
জানা গেছে, সাতনইল মহল্লার আলহাজ্ব ইসলাম আলীর ছেলে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেক মিলনের (৪৪) বাড়িতে হাফপ্যান্ট ও মুখোশ পরিহিত ১০-১২জনের সংঘবদ্ধ ডাকাতদল রাত ২টার দিকে তালা ভেঙে ভেতরে ঢোকে। এসময় ডাকাতরা মিলনের ছোট ভাই আব্দুল্লাহ আল-মতি শিশিরের (৩৫) হাত-পা বেধে ঘরের ষ্টিলের আলমিরাসহ শোকেসের ড্রয়ার ভেঙ্গে ১১ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৫হাজার টাকা নিয়ে নেয়। পরে তার পিতা আলহাজ্ব ইসলাম আলীর ঘরে বাইরে থেকে ছিটকিনি দিয়ে দোতলায় থাকা কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেক মিলনের ঘরে ঢুকে তাকে ও তার স্ত্রী নয়াগোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন আকতারকে (৩০) মারধর করে ডাকাতরা। এতে মিলন মাথায় এবং তার স্ত্রী নাসরিন হাত ও পায়ে গুরুতর আঘাত পান। এসময় ডাকাতরা তার ঘরে থাকা ১৫ভরি স্বর্ণালংকার ও ৩০হাজার টাকা নিয়ে যায়।
পরে মিলনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে সদর মডেল থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। মিলনের ছোটভাই শিশির জানান, ডাকাতরা মুখোশ ও হাফপ্যান্ট পরিহিত ছিল। এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ