সিরাজগঞ্জে অর্ধকোটি টাকা মূল্যের প্রায় ৩০ কেজি ওজনের একটি কালো কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোররাতের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ গোলচত্বর এলাকায় যানবাহন তল্লাশিকালে একটি পিকআপ ভ্যান থেকে মুর্তিটি উদ্ধার করা হয়। এ সময় পিকআপ ভ্যানের চালক ও পাচারকারী সন্দেহে একযাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার বিশাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে মলিন ওরফে ভোলা ও একই থানার চেনপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে নাদিম।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ওই মূর্তিটি উদ্ধার করা হয়। এসময় চালক ও যাত্রীসহ পিকআপভ্যানটিকে আটক হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৫/শরীফ