চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রবিবার দিবাগত রাত ১টার দিকে 'ডাকাতদলের সঙ্গে' পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৩২ বছর বয়সী একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য বলে দাবি করেছে পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পূর্ব গুনাগরী ইউনিয়নে বেলাল মাস্টারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে বাঁশখালী থানার ওসি স্বপন মজুমদার জানান। তিনি বলেন, ১০/১৫ জনের একটি ডাকাতদল রাতে আবদুল করিম হেলাল নামের স্থানীয় এক গৃহস্থের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে হেলাল ও তার স্ত্রীসহ বাড়ির তিন সদস্য আহত হন।
বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের দিকে গুলি করে। পুলিশও পাল্টা জবাব দেয়। অন্য ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়।
তিনি বলেন, ডাকাতের হামলা ও গোলাগুলির মধ্যে দুই পুলিশ, স্থানীয় দুই বাসিন্দাসহ মোট সাতজন আহত হন।
এদের মধ্যে আহত বাঁশখালী থানার এএসআই আশরাফ উল্লাহ ও কনস্টেবল আনোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত গৃহকর্তা হেলাল (৩৫) ও তার স্ত্রী ফারহানা সুলতানা পাখি (২৫), হেলালের ছোটভাই আবদুর রহিম (৩২) এবং দুই প্রতিবেশী মো. আবদুল খালেক (২৫) ও শাহেদাকে (২৮)চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ