গাজীপুরের কাপাসিয়ায় আজ সোমবার দুপুরে কাপাসিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছে প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সংগঠন সার্ভ। মর্যাদা গড়ি সমতা স্লোগান নিয়ে মতবিনিময় সভাটি হয়।
মতবিনিময় সভায় যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সমকালের কাপাসিয়া প্রতিনিধি সঞ্জিব কুমার দাস, ইনকিলাবের কাপাসিয়া সংবাদদাতা অধ্যাপক শামসুল হুদা লিটন, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শেখ সফিউদ্দিন জিন্নাহ্, আমাদের অর্থনীতির কাপাসিয়া প্রতিনিধি বেলায়েত হোসেন শামীম, সংবাদের কাপাসিয়া প্রতিনিধি সমির বণিক, আলোকিত বাংলাদেশের কাপাসিয়া প্রতিনিধি আকরাম হোসেন রিপন, সকালের খবরের কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ্বাস, ভোরের ডাকের কাপাসিয়া প্রতিনিধি নুরুল ইসলাম ফরিদ, আজকের জনতার কাপাসিয়া প্রতিনিধি লবিব প্রমুখ। সার্ভ সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সার্ভের প্রজেক্ট কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সার্ভের ফিল্ড ফ্যাসিলিটেটর, সার্ভের ভলানটিয়ার রাবেয়া বেগম।
এ সময় সমাজে অবহেলিত নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কিভাবে কর্মজীবী নারী বা পরিবারের কাজে সহায়তাকারী নারীদের অধিকার দিন দিন ক্ষুণ্ন হচ্ছে। আর এই ক্ষুণ্ন হওয়া থেকে উত্তরণ করার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারিদের কর্মমূল্য বৈষম্য দূরীকরণ, শিক্ষায় নারীদের এগিয়ে নেয়া, কাজের সমান সুযোগ দানসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে প্রতিবন্ধী নারীদের যেন সমাজে বোঝা হয়ে থাকতে না হয় সেই বিষয়টিও ব্যাপকভাবে আলোচনা করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা