চট্টগ্রাম রেলওয়ে পুলিশের দুই সদস্য ৯৭৫ পিস ইয়াবাসহ বগুড়ায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় র্যাব গাবতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
গ্রেফতার হওয়া দুই রেলপুলিশ হলেন: বগুড়া জেলার গাবতলী উপজেলার উনচুরকী গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে সাজুর পুত্র এনামুল হক (২৬) এবং সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী গ্রামের মোখলেছার রহমানের পুত্র মেহেদী হাসান (২৬) ।
গাবতলী থানা পুলিশ জানায়, এনামুল ও মেহেদী চট্টগ্রাম রেলওয়ে বিভাগে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তারা ছুটি নিয়ে গ্রামের বাড়ি এসেছেন। এ অবস্থায় রবিবার দুপুরে র্যাব -১২ বগুড়া কোম্পানির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী পুরান বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে। এরপর তাদের নিকট থেকে ৯৭৫ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়। রাত সাড়ে ৯টায় র্যাব তাদেরকে গাবতলী থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
গাবতলী থানার ওসি সাহিদ মাহমুদ খান জানান, উক্ত ঘটনায় র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়াদুদ মিয়া বাদী হয়ে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে এনামুল ও মেহেদীর বিরুদ্ধে একটি মামলা করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা