দিনাজপুরে অজ্ঞাত (৩০) যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের চাঁদগঞ্জ ডিগ্রি কলেজ পাশের ক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
কোতয়ালী থানার এসআই শ্যামল চন্দ্র বর্মন জানান, স্থানীয় লোকজন সকালে সদর উপজেলার চাঁদগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। লাশের গলায় ক্ষত চিহ্ন রয়েছে এবং পরনে ছিল জিন্সের জ্যাকেট এবং কালো প্যান্ট। তবে নিহত যুবকটি মাদকসেবী বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে।
কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করেছে।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা