বগুড়ায় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধকারীদের ও্পর লাঠিচার্জ ও দু’জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের বনানীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে গত ২০ অক্টোবর রাতে শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম দক্ষিণ পাড়ার মোতালেব হোসেনের ছেলে আবু হানিফকে (২০) ছুরিকাঘাত করে তার চাচাতো ভাই রনি। পরদিন ভোরে সে হাসপাতালে মারা যায়। এঘটনায় পুলিশ উক্ত রনি (২৫) এবং তার বাবা মিয়াজ উদ্দিনকে (৪৮) আটক করে। পরে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।ভিারতে
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারের দাবিতে সোমবার বেলা ১২টায় এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ বনানীতে বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করে। এসময় অবরোধকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটন্ ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান, মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অবরোধকারীদের সরিয়ে দেয়া হয়েছে। এসময় দু’জনকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা