বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী সোমনাথ দে’কে গারাগারে প্রেরণ করেছেন আদালত।
ঢাকার ওয়ারী থানায় ডবি পুলিশের দায়ের করা একটি মামলায় জামিন নিতে আজ মঙ্গলবার তিনি উচ্চ আদালতে হাজির হন। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করেন।
এ বিষয়ে তার স্ত্রী সবিতা দে জানান, পরিচিত এক বন্ধুর নিকট থেকে একটি প্রাইভেট কার কেনার পরে কিছু টাকা বাকি ছিলো। ওই টাকা পরিশোধ করার পরেও একটি মহলের ইন্ধনে মেয়র প্রার্থী সোমনাথ দে’র বিরুদ্ধে গত ৪ ডিসেম্বর ওয়ারী থানায় একটি মামলা দায়ের হয়। সোমনাথ দে মোরেলগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনে অংশ গ্রহনের কারনেই তাকে এমন বিপদে পড়তে হয়েছে বলেও সবিতা দে অভিযোগ করেন। গত রবিবার যাচাই বাছায়ে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা হয়।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন