মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি বাগান থেকে সোমবার দুপুরে অজ্ঞাতপরিচয় যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার কাঠালবাড়ির বাংলাবাজার এলাকার একটি বাগানে যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঐ যুবককে হত্যা করে বাগানে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। যুবকের শরীরে জখমের চিহ্ন রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন