ঈশ্বরদীতে শারমিন আক্তার (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী রুমন খান। এ ঘটনায় পুলিশ রুমন খানকে আটক করেছে।
আজ সোমবার সন্ধ্যায় ঈশ্বরদীর পিয়ারপুর খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শারমিন পিয়ারপুর মধ্যপাড়ার মঈনউদ্দিনের মেয়ে। আটক রুমন খান পিয়ারপুর খাঁ পাড়ার আমছের আলী খার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শারমিনকে পিটিয়ে ও গলা চেপে ধরে হত্যা করেন রুমন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রুমনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ময়নাতদন্ত ও ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন