পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের শাখার কোষাধ্যক্ষ মো. বেলাল ইসলাম রুবেল (২৪) ও তেঁতুলিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাসির উদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকার একটি কম্পিউটার কম্পোজের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ওই দুই শিবির নেতা নতুন কর্মী সংগ্রহ ও নাশকতার পরিকল্পনা করছিলেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য ভর্তি ফরম এবং তাদের নাম ও পদবী সম্বলিত সিল পাওয়া যায়।
গ্রেফতারকৃত দুই শিবির নেতার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন