দিনাজপুরের খানসামা উপজেলার পিট আলোকডিহি গ্রামে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে ইসাহাক আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে পিট আলোকডিহি গ্রামে দু'পক্ষের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসাহাকের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন