নারায়ণগঞ্জের ভূইগড় রঘুনাথপুরে একটি লবণ মিল ও ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দেড়ঘণ্টাব্যাপী চেষ্টায় রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে কোন প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত তা নির্ণয় করা যায়নি। তবে সময়মতো ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু না করলে আগুন আশপাশে ছড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। এ ঘটনায় প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ