মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ১৫ আসামিকে আটক করেছে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ। সোমবার (০৭ ডিসেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে পুলিশের পৃথক টিম এসব অভিযান চালায়।
পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ অভিযান পরিচালনা করেন।
আটকদের মধ্যে জিআর মামলায় ৭ জন, সিআর মামলায় ৪ জন, নিয়মিত মামলায় ৩ জন ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত একজন রয়েছেন।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ