বগুড়ায় ৫ জন মেয়রসহ ১৯ প্রার্থী মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের নিকট আপিল করা ১৪ জন কাউন্সিলরসহ ৫ মেয়র প্রার্থীর শুনানি হবে ১০ ডিসেম্বর। আপিল করা প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি, জাসদ মনোনীতসহ স্বতন্ত্র।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে গত ৫-৬ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বি মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এসময় বগুড়া জেলার ৯ পৌরসভায় মেয়র পদে ৫টি, সাধারণ ওয়ার্ডে ১৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৬ জনের মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল করেন স্ব স্ব রিটার্নিং অফিসার। নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীতা ফিরে পেতে বাতিলের তিনদিনের মধ্যে যে কোন প্রার্থী জেলা প্রশাসকের নিকট আপিল করতে পারেন। সে মোতাবেক গত সোমবার পর্যন্ত ১৯ জন জেলা প্রশাসকের নিকট আপিল করেছেন।
আপিলকারী প্রার্থীরা হলেন: সারিয়াকান্দি পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র টিপু সুলতান, সাবেক মেয়র মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ সরদার, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ ফারাজী, নন্দীগ্রাম পৌরসভায় জাসদ (ইনু) মনোনীত মেয়র প্রার্থী মাহবুবর রহমান রোস্তম ও শেরপুরে স্বতন্ত্র প্রার্থী রাসেল মাহমুদ। এ ছাড়া সাধারণ ওয়ার্ডের ১০ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ৪ জন প্রার্থীতা ফিরে পেতে একইভাবে জেলা প্রশাসকের নিকট আপিল করেছেন। তাদের আপিল শুনানি আগামী ১০ ডিসেম্বর বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর, ২০১৫/ রশিদা