মেহেরপুরের গাংনীতে খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার ৫শ' দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের গাংনীস্থ প্রধান কার্যালয়ে শাড়ী-লুঙ্গিসহ বিভিন্ন বস্ত্র বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সহ-সভাপতি শাহানা ইসলাম শান্তনার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, গাংনী পৌরসভার প্যানেল মেয়র নবীর উদ্দীন, পৌর আ.লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, পৌর কাউন্সিলর এনামুল হক।
প্রভাষক মহিবুর রহমান মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।
বিডি প্রতিদিন/ ২ জুলাই ২০১৬/হিমেল-১৯