মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত ১১টায় এলায়েত হাওলাদারের বসত ঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ। এতে পুড়ে গেছে বসতঘরসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ। ঈদের আগে সবকিছু হারিয়ে পথে বসেছে এলায়েতের পরিবার।
নাশকতার আগুনে বসত ঘরসহ ঈদের জন্য ক্রয় করা জামা-কাপড়, ফ্রিজ, টিভি, স্বর্ণালংকার, দামি আসবাবপত্র ও নগদ ৩০ হাজার টাকা পুড়ে গেছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবী।
বিডি-প্রতিদিন/২ জুলাই ২০১৬/শরীফ