নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা খেয়াঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাত পরিচয়ে (৩৫) এক ব্যক্তির মরদেহ ভাসছে। ঘটনাস্থল ঘুরে এলেও স্থানটি কেরানীগঞ্জ এলাকার বলে মরদেহ উদ্ধার করেনি ফতুল্লা থানার পুলিশ।
শনিবার (০২ জুলাই) সকাল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা যায় ফতুল্লা খেয়াঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা খেয়াঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে শনিবার সকাল থেকে একটি মরদেহ ভেসে উঠে। এই বিষয়টি ফতুল্লা মডেল থানা পুলিশকে জানালে, তারা ঘটনাস্থলে একটি টিম যায়। তারা মৃতদেহ ভাসার স্থানকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বলে চলে আসে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই, ডিউটি) রিপন খান জানান, নদীতে ভাসমান মরদেহের বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। তারা মরদেহ উদ্ধার করবে বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/৩ জুলাই ২০১৬/শরীফ