কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আমান উল্যাহ আমান (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাকাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমানের বাড়ি পৌর এলাকার নবগ্রামে।
জানা গেছে, আমান উল্যাহ সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার শেষে কুমিল্লায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনি ডালিম প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডি-প্রতিদিন/৪ জুলাই ২০১৬/শরীফ