ঢাকা সহ সারাদেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যা ও জঙ্গী হামলার প্রতিবাদে সোমবার সকালে মাগুরা জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে নেতা-কর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহদী হাসান রুবেল, সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান তারেক, এনামুল কবির জুয়েল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জঙ্গীবাদের মদতদাতা জামায়াত-শিবির উন্নয়নকে বাধাগ্রস্থ ও বিশ্বের দরবারে বর্তমান সরকারকে ব্যর্থ হিসেবে দেখাতে চেষ্টা করছে। এ কারণে পরিকল্পিতভাবে এসব গুপ্ত হত্যা ও গুলশানে জঙ্গী হমালা চালানো হচ্ছে। সকলকে ঐক্য বদ্ধ হয়ে জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিডি প্রতিদিন/ ৪ জুলাই ২০১৬/ হিমেল-১৫