ডেডলাইন মিউজিকের ব্যানারে প্রকাশ পাওয়া সংগীতশিল্পী ফাহিম ইসলামের তৃতীয় একক ‘বলছি তোমায়’-এর গান এরই মধ্যে ভাল শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অ্যালবামের কয়েকটি গানের মিউজিক ভিডিও দর্শকনন্দিত হয়েছে।
এবার ঈদে এই অ্যালবামের 'কি লাভ' শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও শ্রোতাদের উপহার দিচ্ছেন ফাহিম। এ গানটির মডেল হিসেবে কাজ করেছেন ফাহিম ও রানী আহাদ।
গানটি নিয়ে ফাহিম বলেন, 'আজমির রিফাতের রচনায় এ গানের মিউজিক করেন জুয়েল মোর্শেদ। ভিন্ন আয়োজনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। ডেডলাইন ফিল্মস প্রোডাকশনের এই গানটি ঈদে দর্শকরা পছন্দ করবে বলে আশা করছি। এটা এই অ্যালবামের সাত নম্বর মিউজিক ভিডিও।'
গানটি ঢাকার আশাপাশের এলাকায় শুটিং হয়েছে। গানের ভিডিওটি পরিচালনা করেছেন ফাহিম। গানের মডেল রানী আহাদ বলেন, এ গানের মিউজিক ভিডিওটি ঈদে দর্শকরা সব টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবে ডেডলাইন ইন্টারটেইনমেন্ট চ্যানেলে দেখতে পাবেন। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করা হয় না। আমার বিশ্বাস, ঈদের জন্য করা এ গানের মিউজিক ভিডিওটিতে ভিন্নতা খুঁজে পাবে দর্শকরা।
বিডি প্রতিদিন/ ৪ জুলাই ২০১৬/ হিমেল-১৯