চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামে গাঁজা বিক্রি করার সময় গাঁজাসহ আটক ডালিম হোসেনকে (২৫) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকাল ৪টায় আলমডাঙ্গা উপজেলা চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাদ জাহান এ রায় দেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, রবিবার রাতে আলমডাঙ্গা থানার এস আই মহব্বত আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিক্তিতে আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের ময়নাল হোসেনের ছেলে ডালিম হোসেনকে গাঁজাসহ আটক করে। পরে সোমবার বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের জেল দেওয়া হয়। এরপর তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান।
বিডি-প্রতিদিন/ ০৪ জুলাই ১৬/ সালাহ উদ্দীন