ময়মনসিংহের বেলতলী এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের করণিক চান মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। এছাড়া আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৬/মাহবুব