জয়পুরহাট সদরের বেলতলীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাজু (২৩) নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের বেলতলী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে জানান জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।
গুলিবিদ্ধ সাজু নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রামের আছাদ আলীর পুত্র।
ওসি ফরিদ হোসেন জানান, রাতে পুলিশের একটি দল ওই রাস্তায় টহলে গেলে ডাকাত সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে সাজু আহত হন। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৬/মাহবুব