ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীবের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি বিতরণ করা হয়েছে।
'ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুর অসাপ্ত আত্মজীবনী বইটি পড়তে হবে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকালে ভালুকা ডিগ্রি কলেজে এই বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আ. রউফ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব, প্রভাশক জাহিদুল ইসলাম সবিন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রলীগ নেতা মাজাহারুল ইসলাম, লুৎফর রহমান নাদিম ও সকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব