হবিগঞ্জের চুনারুঘাটে মো. আবদাল (৩৩) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। রবিবার বিকেল ৪টায় উপজেলার রাজা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রাত ৮টায় এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র্যাব।
আবদাল চুনারুঘাট উপজেলার বড়আব্দা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।
র্যাব-৯-এর এএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানান, আবদাল সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে চুনারুঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ