ময়মনসিংহের ভালুকায় বন্ধুদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার খুঁজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব (২৭) কলেজ রোড এলাকার আব্দুল মতিনের ছেলে।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ বলেন, কথা কাটাকাটির জেরে বন্ধুরা রাজিবকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ