টাঙ্গাইলের কুখ্যাত মাদক সম্রাট বুখারী সুমনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। রবিবার গভীর রাতে টাঙ্গাইল পৌর এলাকার একটি বাসা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।
সুমন দীর্ঘদিন টাঙ্গাইল পৌর এলাকার আদি টাঙ্গাইল, বেড়াবুচনা, বেবিস্ট্যান্ড ও সাবালিয়াসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করেছিল। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানা ও সিরাজগঞ্জ থানাসহ ৩৫টি মাদক মামলা রয়েছে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান ভুইয়া জানান, টাঙ্গাইল পৌর এলাকাকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান চলছে। তারই অংশ হিসেবে সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা দেড়শ গ্রাম হেরোইন, নিক্তিপাল্লাসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
গত সাত মাসে ৩৮৪ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা