‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি চাই, খাদ্য অধিকার আইন চাই’ স্লোগান নিয়ে খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবিতে বরিশালে সমাবেশ এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন এনজিও এবং উন্নয়ন সংস্থার উদ্যোগে এই সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা আইসিডিএ’র পরিচালক আনোয়ার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন লোক মোর্চা’র জেলা সভাপতি রাবেয়া খাতুন, উপজেলা লোকমোর্চা সভাপতি বিজয় কৃষ্ণ দে, কানিজ ফাতেমা, খাদ্য অধিকার আন্দোলন বরিশালের সাধারণ সম্পাদক নবীন আব্দুস ছালামসহ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষণি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৬/সালাহ উদ্দীন