দীর্ঘ ৪০ দিনেও সন্ধান মেলেনি ইউআইটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের ছাত্র জাহেদুল ইসলাম নাছিমের(২৪)। ছেলেকে না পেয়ে তার মা ফিরোজা বেগম ও পিতা তনু মিয়াসহ পরিবারের লোকজনের কান্না থামছে না। নাছিমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দেবীপুর গ্রামে।
জানা গেছে, গত ১০ নভেম্বর জাহেদুল ইসলাম নাছিম ঢাকার উত্তরা এলাকার ১৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে বের হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
কোন ব্যক্তি জাহেদুল ইসলাম নাছিমের সন্ধান পেয়ে থাকলে সংশ্লিষ্ট থানায় বা ০১৭৭৭৬৯৯২৩, ০১৬২০৫০১২০১ নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ