মিয়ানমার থেকে গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসা শাহ আলম (৪৫) নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সে মিয়ানমার মংডু মাঙ্গালা এলাকার সৈয়দুল আমিনের ছেলে বলে জানায়।
সোমবার সকাল ১০ টার দিকে টেকনাফ লেদা অনিবন্ধিত ক্যাম্পে আসার পথে সে মারা যায় বলে জানায় লেদা রোহিঙ্গা ক্যাম্পর চেয়ারম্যান ডা. দুদু মিয়া।
তিনি জানান, গুলিবিদ্ধ এক রোহিঙ্গার লাশ ক্যাম্পে আসলে বিষয়টি টেকনাফের বিভিন্ন প্রশাসনসহ বিভিন্ন স্থানে অবগত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়।
ক্যাম্প সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যা ৬ টার দিকে মিয়ানমার মংডু মঙ্গালা এলাকায় মিয়ানমার সেনা বাহিনী রোহিঙ্গা শাহ আলমকে ধরে নিয়ে গুলি করে ফেলে চলে যায়। তার শরীরের বাম পাশ্বের বুকের নিচে গুলি লাগে। রোহিঙ্গা শাহ আলম শরীরে গুলিবিদ্ধ হয়েও প্রাণের মায়ায় আত্মীয়-স্বজনের সহায়তায় সোমবার ভোর রাতে নৌকায় করে টেকনাফ দমদমিয়া সীমান্ত দিয়ে টেকনাফে আসে। পরে সেখান থেকে সকাল ১০ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় লেদা ক্যাম্পে পৌঁছালে তার মৃত্যু হয়।
এদিকে আগত রোহিঙ্গারা জানান, মিয়ানমার মংডু উত্তরাঞ্চল এলাকায় এখনো সেনারা বর্বরতা, হত্যা ও ধর্ষণ অব্যাহত রেখেছে, তাছাড়া জ্বালিয়ে দেওয়া হচ্ছে নতুন এলাকার ঘর-বাড়ি।