ফাঁসির দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী আসামী গাজী আব্দুল মান্নানের জানাজায় ইমামতি করায় করিমগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোবারক হোসেন বুলবুলকে মসজিদের ইমামের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
অপরদিকে জানাজায় অংশ নিয়েছেন কিশোরগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এ.বি.এম. সিরাজুল ইসলাম।
সোমবার দুপুরে করিমগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামে গাজী মান্নানের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেয়ার বিষয়টি স্বীকার করে প্রসঙ্গে জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম জানান, গাজী মান্নান আমাকে ছেলের মতো দেখতেন। আমিও তাকে বাবার মতোই দেখতাম। সে কারণেই জানাজায় অংশ নিয়েছি। তাছাড়া করিমগঞ্জ কলেজ মাঠে জানাজা অনুষ্ঠানের বিষয়ে মাইকিং করার বিষয়টি জেনে তিনি গিয়ে সেখান থেকে চরপাড়ায় গাজী মান্নানের বাড়িতে জানাজা অনুষ্ঠানের আয়োজন করিয়েছেন বলে জানান।
জানাজায় ইমামতি করানোর বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা আরা বেগম জানান, বিষয়টি জানার পর সন্ধ্যায় ইমামকে ডেকে এনে জিজ্ঞাসা করে এর সত্যতা পান। পরে তাকে বরখাস্ত করা হয় বলে তিনি জানান।
উল্লেখ্য, পলাতক অবস্থায় সোমবার ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় এক আত্মীয়ের বাসায় গাজী মান্নানের মারা যান। পরে তার লাশ করিমগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামে নিজ বাড়িতে আনা হয়।