অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শ্রীঘরে জায়গা হলো বরের। সোমবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় মল্লিকবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাল্যবিয়ের দায়ে বর ইকরামুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার।
জানা যায়, শ্রীপুর উপজেলার শিংলাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে ইকরামুল ইসলামের (২২) সঙ্গে ভালুকা উপজেলার মল্লিকবাড়ী গ্রামের কামাল হোসেনের নাবালিকা মেয়ে মিলি আক্তারের (১৬) পনের দিন আগে গোপনীয়ভাবে বিয়ে হয়। বিয়ের পর বর তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসলে ভালুকা মডেল থানা পুলিশ বর-কনেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল আহসান তালুকদার বরকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ