ঝালকাঠির নলছিটিতে বিরোধীয় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংষর্ঘে পাঁচজন আহত হয়েছে।
সোমবার সকালে নলছিটির কুলকাঠি ইউনিয়নের কাপরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১১জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি হকিস্ট্রিক ও দুইটি বগিদা উদ্ধার করা হয়েছে।
নলছিটি থানার ওসি এ কে এম সুলতান মাহামুদ জানান, কুলকাঠি ইউনিয়নের কাপরকাঠি গ্রামে হরিভক্ত শীল ও গোপাল শীলের সাথে পার্শ্ববর্তী মালুহার গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের মধ্যে ৭৩শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধীয় জমিতে সোমবার সকালে দেশীয় অস্ত্রসহ ৫০-৬০ জন লোক নিয়ে জাহাঙ্গীর ধান কাটতে যায়। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কালাচান হাওলাদার, বকুলী রানী ও যত্ন রানীসহ দুইপক্ষের পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ১১জনকে আটক করা হয়। আহতের মধ্যে গুরুতর অবস্থায় বকুলী রানী ও তার মেয়ে যত্ন রানীকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান নলছিটি থানার ওসি এ কে এম সুলতান মাহামুদ।