বগুড়ার কাহালুতে বাড়িতে আগুন দেয়ার ঘটনায় এক নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাত সাড়ে চারটার দিকে কাহালু থানার মুরইল ইউনিয়নের ওলাহালি গ্রামে স্বপ্না রানীর বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে স্বপ্না রানীর তিনটি ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওলাহালি গ্রামের অর্জুন সরকারের মেয়ে স্বপ্না রানী (৩৫) বিয়ে না হওয়ার কারণে বাবার বাড়িতেই বসবাস করেন। একই গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল মান্নানের কাছ থেকে স্বপ্না রানী সম্প্রতি জমি কিনে নেয়। প্রতিবেশী হিসেবে মান্নান জমি বিক্রি করার ৩০ হাজার টাকা স্বপ্না রানীর কাছে পাওনা থাকে। দীর্ঘ দিনেও স্বপ্না রানী টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। সোমবার ভোর রাতে স্বপ্না রানী বাড়ির টিনের ঘরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা টের পেয়ে আগুন নিভিয়ে ফেললেও স্বপ্না রানীর তিনটি ঘর ও আসবাবপত্র পুড়ে যায়।
এঘটনার পরপরই পল্লী চিকিৎসক আব্দুল মান্নান বাড়ি থেকে পালিয়ে যায়। সকালে পুলিশ ঘটনাস্থল পরির্শন করে এবং স্বপ্না রানীর অভিযোগের প্রেক্ষিতে মান্নানের স্ত্রী তারাবানু, চাচাতো ভাই ইকবাল হোসেন, ভাতিজা শিহাব উদ্দিন, ভগ্নিপতি রিয়াজ উদ্দিন এবং অপর এক আত্মীয় রাজুকে গ্রেফতার করে।
কাহালু থানার ওসি নুরে আলম জানান, প্রাথমিক তদন্তে জানাগেছে- পাওনা টাকা নিয়ে আব্দুল মান্নানের সাথে স্বপ্না রানীর পরিবারের বিরোধ চলছিল। এর জের ধরে আগুন দেয়ার ঘটনা ঘটতে পারে।