নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি'র অযৌক্তিক কোন মতামত গ্রহণ করা হবে না, আবার তাদের ভালো কোন পরামর্শ আমরা উপেক্ষাও করতে চাই না। নির্বাচন কমিশন গঠনের বিষয়টি রাষ্ট্রপতির সাংবিধানিক অধিকার। ইতোমধ্যে তিনি নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা শুরু করেছেন। বিএনপি'র সাথে আলোচনার মধ্যদিয়ে এ কাজটি রাষ্ট্রপতি শুরু করেছেন।
সোমবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাটিয়াপাড়া মুক্ত দিবসের আলোচনা সভার প্রাক্কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভাটিয়াপাড়া যুদ্ধে অংশ নেয়া অনেক মুক্তিযোদ্ধার নাম মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্ত না হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে সব মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে পারেননি, তাদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আগামী জানুয়ারী মাসের ৭ তারিখ থেকে উপজেলা ভিত্তিক যাচাই-বাছাই শুরু হবে। যাচাই-বাছাই করে ভূয়াদের বাদ দেয়া হবে এবং বাদ পড়া মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হবে।
এ সময় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট ইসমত কাদির গামা, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইডি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলি খান প্রমূখ উপস্থিত ছিলেন।
কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনায়েতে হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনতার সমাবেশে ১’শ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে মন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বরে বঙ্গবন্ধু চত্ত্বরের নামফলক উম্মোচন করেন।