‘এক হাজার দিনের পথচলা’ স্লোগান নিয়ে বরিশালে অনুষ্ঠিত হলো পুষ্টি বিজ্ঞান মেলা।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন মহিলা ক্লাবে এই মেলার উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম আজাদ, বরিশাল শের-ই বাংলা মেডিকেলের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. অসীম কুমার সাহা।
উপস্থিত ছিলেন শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলের বরিশাল অঞ্চলের কর্মকর্তা আল আমিন হোসেন, জহির উদ্দিন সরদার, রাশেদুল হক রাহাত, আলমগীর হোসাইন ও তানভীর হোসেন প্রমুখ।
মায়েদের গর্ভকালীন সময় থেকে শিশুদের দুই বছর বয়স পর্যন্ত সময় সম্পর্কে স্বাস্থ্য কর্মীদের সচেতনতা বৃদ্ধি করতে এই মেলার আয়োজন করা হয় বলে জানানো হয়েছে।