যৌন হয়রানি ও বাল্যবিয়ে নির্মূলকরণে আন্দোলন গড়ে তোলার লক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার পাবনা প্রেস ক্লাব মিলোনায়তনে সকাল ১১টার দিকে ব্র্যাক পাবনা শাখার মেজনিন প্রকল্পের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা আয়েজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাকসুদা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক-এর পাবনা অফিসের কর্মকর্তা আল মাসুদ রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিৎ নাগ, সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন প্রমুখ। কর্মশালায় মেজনিন প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাক সেন্টার ঢাকার সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মীর সামসুল আলম।
এছাড়াও ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক লুইস গমেজ, সেক্টর স্পেশালিস্ট মেজনিন প্রকল্পের সিইপি কর্মসূচি হাসিনা আকতারসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এই অবহিতকরণ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ