ফেনীর ছাগলনাইয়ায় হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দক্ষিন সতের এলাকার মুহুরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল খায়ের জানান, নদীর তীরে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। লাশটির পরিচয় জানা যায়নি। ধারনা করা হচ্ছে কেউ তাকে ৩/৪ দিন আগে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। নিহতের গায়ে কালো রঙের জ্যাকেট ও পরনে লুঙ্গি রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ