রংপুরের পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মমিন আকন্দ(৬৮) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
সোমবার রাত সাড়ে ছয়টায় পীরগঞ্জ-খালাসপীর সড়কে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধা আব্দুল মমিন আকন্দের মৃত্যু হয় বলে জানান পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম।
তিনি উপজেলার পত্মীছড়া এলাকায় ঘোড়দৌড় অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে পীরগঞ্জ পৌরসভা এলাকার বাসায় ফেরার পথে খালাসপীর পেট্রোল পাম্পের কাছে একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মমিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর মারা যান। মরদেহ নিহতের বাসায় রাখা হয়েছে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোখলেছুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরপরই মুক্তিযোদ্ধা মমিনের মৃত্যু হয়। বুকে প্রচণ্ড আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, মুক্তিযোদ্ধা মমিন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার ছেলে অষ্ট্রেলিয়ায় লেখাপড়া করেন এবং মেয়ে মনিরা খাতুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হিসেবে কর্মরত আছেন। মুক্তিযোদ্ধা মমিন স্থানীয় মনিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজের লাইব্রেরীয়ান হিসেবে তিন বছর আগে অবসরে যান। তার মরদেহ দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।