পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আল নকীব চৌধুরীকে অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে এ মানববন্ধন করেন তারা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারপূর্বক কঠোর শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, ছাত্র উপদেষ্টা ড. হাবিবুল্লাহ, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কিসলু নোমান, শিক্ষক সাইফুল ইসলাম, রাশেদ কবির প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ঢাকা যাওয়ার পথে ঢাকা-বনপাড়া সড়কের টোলপ্লাজা থেকে তিনটি মাইক্রোবাসযোগে সন্ত্রাসীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আল-নকীব চৌধুরীকে অপহরণের চেষ্টা চালায়। ড্রাইভারের বিচক্ষণতা এবং স্থানীয়দের সহযোগিতায় তিনি রক্ষা পান।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য আনোয়ারুল ইসলাম, প্রক্টর আওয়াল কবীর জয়সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ