লালমনিরহাট কালেক্টরেট মাঠে সোমবার বিকেলে পৌরসভা আয়োজিত মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন করা হয়েছে। লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে এক আলোচনা সভায় পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সফুরা বেগম রুমী, জেলা প্রশাসক আবুল ফায়েজ মো. আলাউদ্দিন খান, পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমুখ। মেলায় রংপুর অঞ্চলের ৮টি জেলা থেকে ১শ' ৩০টি বেনারসি পল্লীর স্টলসহ বিভিন্ন তাঁতের মোট ৩শ' স্টল স্থান পেয়েছে।
আজ সোমবার থেকে শুরু হয়ে মেলাটি চলবে জানুয়ারি মাসের ১৮ তারিখ পর্যন্ত।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ